• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে পেসার ফারিহার হ্যাটট্রিক


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২, ২০২৪, ০২:৫১ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে পেসার ফারিহার হ্যাটট্রিক

ঢাকা: আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশের বাঁহাতি পেসার। 

এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক আছে শুধু ফাহিমা খাতুনের। 

ফারিহার হ্যাটট্রিকের পর অস্ট্রেলিয়া তুলেছে ২০ ওভারে ১৬১ রান। রান তাড়ায় ধুকছে বাংলাদেশ। ১৪ ওভার শেষে টাইগ্রেসদের সংগ্রহ ৭৮ রান। জয়ের জন্য আরো দরকার ৮০ রানের উপরে। 

ব্যাটিং অর্ডারে ‘প্রমোশন’ পেয়ে ওপেনিংয়ে আসা গ্রেস হ্যারিসের ৩৪ বলে ৪৭ ও তিনে আসা জর্জিয়া ওয়ারেহামের ৩০ বলে ৫৭ রানের ইনিংসে অস্ট্রেলিয়া এগোচ্ছিল বিশাল সংগ্রহের পথে। 

সেখান থেকে ফাহিমা ও নাহিদা আক্তারের সঙ্গে ফারিহার বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফারিহা বোলিং শেষ করেন ১৯ রানে ৪ উইকেট নিয়ে, ফাহিমা ও নাহিদা নেন ২টি করে উইকেট। 

এআর

Wordbridge School
Link copied!