• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

বড় হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২, ২০২৪, ০৩:১২ পিএম
বড় হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

ঢাকা: মধ্যাহ্ন বিরতির পর তুলনামূলক দ্রুত রান করলেও উইকেট টিকিয়ে রাখতে পারেনি বাংলাদেশ। ২৬ ওভারে ৯৫ রান করতে ড্রেসিং রুমে ফিরেছেন ৪ ব্যাটসম্যান।

চা বিরতি পর্যন্ত ৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান। প্রায় অসম্ভব এক জয় থেকে ৩৭৯ রান দূরে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনের শুরুতেই ড্রেসিং রুমে ফেরেন মাহমুদুল হাসান জয়। পরে বেশিক্ষণ টিকতে পারেননি জাকির হাসান। আরও একবার হতাশ করে নাজমুল হোসেন শান্তও ফেরেন অল্পেই।

চার নম্বরে নামা মুমিনুল হক ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে এগোচ্ছিলেন বেশ ভালোভাবেই। কিন্তু বিরতির ঠিক আগের ওভারে অহেতুক শট খেলে উইকেট ছুড়ে আসেন পঞ্চাশ রানের ইনিংস খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান।

সাকিব আল হাসান ১৭ বলে ১৪ ও লিটন কুমার দাস ৫ বলে ০ রানে শেষ সেশনের খেলা শুরু করবেন।

এআর

Wordbridge School
Link copied!