• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আবারো শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৮:১১ পিএম
আবারো শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া বাংলাদেশের

ঢাকা: ভুটানের বিপক্ষে কদিন আগে দুটি প্রীতি ম্যাচের সিরিজ খেলল বাংলাদেশের ছেলেদের সিনিয়র দল, প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে গেল। গোলটা বাংলাদেশ খেয়েছে শেষ মুহূর্তে।

অনূর্ধ্ব-১৭ ছেলেদের সাফে গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচের দুটিই খেলে ফেলেছে বাংলাদেশ। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেছে ১-০ গোলে, দ্বিতীয় ম্যাচে গতকাল মালদ্বীপের সঙ্গে ড্র ১-১ ব্যবধানে। দুটি ম্যাচেই বাংলাদেশের জালে বল ঢুকেছে দ্বিতীয়ার্ধের শেষদিকে। ভারতের বিপক্ষে গোলটি তো খেয়েছে একেবারে শেষ মুহূর্তে।

শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ার এই বৃত্ত থেকে বের হওয়া হলো না বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ছেলেদের দলেরও। ভিয়েতনামে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোলের হিসেব নিকেশ আর ছিল না, ৪-০ গোলে হারের ম্যাচে সে হিসেব করাটা শোভন দেখায় না। 

তা শক্তিতে অনেক এগিয়ে থাকা সিরিয়ার কাছে ওই হারে বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ আজ গুয়ামের বিপক্ষেও পয়েন্ট হারিয়েছে। এতটুকু পড়ার পর আর হয়তো আশ্চর্য মনে হবে না যখন শুনবেন যে, দুবার এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় গোলটা খেয়েছে যোগ করা সময়ে।

কদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জেতা দলের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের এই দলে কিছু পার্থক্য আছে। মারুফুল হকের অধীনেই খেলছে দল, তবে বসুন্ধরা কিংসের সঙ্গে বচসার কারণে এশিয়ান কাপের দলে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাননি মারুফুল।

প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার হয়তো অনুমিতই ছিল, তবে টুর্নামেন্টের আগে মারুফুল হক গুয়াম ও ভুটানের বিপক্ষে ম্যাচ দুটিতে জয়ের আশার কথা জানিয়েছিলেন। আজ গুয়ামের বিপক্ষে সে আশা পূরণের খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত শেষ মুহূর্তে গোল খাওয়ার বদভ্যাসই ভোগাল।

সাফে গোল করার দারুণ ক্ষমতার প্রমাণ রাখা মিরাজুলের গোলে ৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর বাংলাদেশ অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল করা আর হয়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতেও স্কোরলাইন থেকে গেল ১-০-ই! কিন্তু ৭৫ মিনিটে বক্সে বাংলাদেশ অধিনায়ক আসিফের হাতে বল লাগলে পেনাল্টি পায় গুয়াম, তা থেকে সমতায় ফেরে তারা।

এরপর ৮৭ মিনিটে আবার বাংলাদেশ এগিয়ে যায় বদলি নামা ফরোয়ার্ড মইনুলের গোলে। সে গোলে অবশু গুয়াম রক্ষণের ভুলেরও অবদান আছে। তবে দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার পর যেন গা এলিয়ে দেয় বাংলাদেশ দল! তারই মাশুল দিতে হলো যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল খেয়ে।

দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ এই মুহূর্তে আছে চার নম্বরে। আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ নামবে নিজেদের তৃতীয় ম্যাচে, প্রতিপক্ষ ভিয়েতনাম। এর দুদিন পর ভুটানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।

বাছাইপর্বে মোট গ্রুপ দশটি, এখান থেকে প্রতি গ্রুপে সবার ওপরে থাকা দল তো মূল পর্বে যাবেই, গ্রুপ রানার্সআপ দশ দলের মধ্যে সেরা পাঁচ দলও যাবে মূল পর্বে।

এআর

Wordbridge School
Link copied!