• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লেস্টার ছেড়ে নতুন গন্তব্যে বাংলাদেশের হামজা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৫, ০৯:১৭ পিএম
লেস্টার ছেড়ে নতুন গন্তব্যে বাংলাদেশের হামজা

ঢাকা: বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী। শীতকালীন দলবদলের বাজারে নতুন গন্তব্যে যাচ্ছেন তিনি।

হামজাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে সংবাদ মাধ্যম দাবি করেছে, শেফিল্ডে হামজাকে ধারে খেলাবে শেফিল্ড। জানুয়ারির দলবদলে তাকে নিতে পারে দল।

অবশ্য লেস্টারের হয়ে এই মৌসুমে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলানোয় মনে মনে বেশ দগ্ধ হামজা। এ কারণে শেফিল্ড ধারে খেলাতে চাইলেও স্থায়ীভাবে চুক্তি করতে চান তিনি।

হামজা ২০১৫ সাল থেকে লেস্টারের সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন হোভ আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান।

২০১৯-২০ মৌসুমে সেরা সময় কাটান। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে খেলেন ২২ ম্যাচ।

এআর

Wordbridge School
Link copied!