ঢাকা: টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নেমেছে বরিশাল। অন্যদিকে অপেক্ষাকৃত কম শক্তির দল হয়েও ফাইনালে উঠে চমক দেখিয়েছে চট্টগ্রাম। তাই বন্দর নগরীর লক্ষ্য প্রথম শিরোপা।
যদি টস ভাগ্য সহায় হয়েছে তামিম ইকবালের। টস জিতেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক।
বিদেশি ক্রিকেটারের তারার মেলা বসিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে ‘কাকে রেখে কাকে খেলাব’ এমন অবস্থা তামিম ইকবালের দলের। ওই হিসেবে কম বিদেশি এবং বড় নাম না থাকায় একাদশ সাজানো নিয়ে নির্ভার ছিল চট্টগ্রাম কিংস।
দল গোছানো থেকে শুরু করে দারুণ পরিকল্পনা-পরিচালনায় প্রত্যাশার পথ ধরে এবারের ফাইনালে জায়গা করে নিয়েছে বরিশাল। গতবার প্রথম শিরোপা জয়ের পরই এবারের জন্য ছক কষে রেখেছিল তারা। সব কিছু বাস্তবায়ন করে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে দলটি। এখন শেষ ধাপটি পার করার চ্যালেঞ্জ।
সেই দিক থেকে চট্টগ্রামের অবস্থান একদমই আলাদা। টুর্নামেন্ট জুড়ে তাদের নিয়ে হয়েছে বিতর্ক। ২০১৩ সালের পর বিপিএল খেলতে নেমে পারিপার্শ্বিক সব চ্যালেঞ্জ সামলে আজ তারা শিরোপার মঞ্চে।
এআর