• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে জিম্বাবুয়েকে আর কলম্বোয় শ্রীলংকাকে হারালো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক এপ্রিল ৩০, ২০২৫, ০৯:২৯ পিএম
চট্টগ্রামে জিম্বাবুয়েকে আর কলম্বোয় শ্রীলংকাকে হারালো বাংলাদেশ

ঢাকা: চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। একই দিনে কলম্বোয় শ্রীলংকাকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

কলম্বোয় যুবাদের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৩৯ রানে হারায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

বুধবার কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান। 

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান। 

২২ ওভারে ১৬০ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশি বোলারদের তোপের মুখে যায় শ্রীলংকা। সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে বৃষ্টির আগে ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তুলতে পারে শ্রীলংকা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। 

এই জয়ে ছয় ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। 

আইএ

Wordbridge School
Link copied!