• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মে ৩, ২০২৫, ০৩:১৮ পিএম
এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ঢাকা: জাওয়াদ আবরারের সেঞ্চুরি এবং রিজান হাসানের ৮২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রান তুলেছে বাংলাদেশ। যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা। যেখানে তাওহীদ হৃদয় ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। 

ওয়ানডের সর্বোচ্চ রানের তালিকায় এরপর ছিল একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৩১৬ রান। আজ সেই রানও টপকে গেলেন জাওয়াদ-রিজানরা। চলমান সিরিজেও প্রথমবার তিনশ পেরোনো ইনিংস দেখা গেল আজ।

কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর (১৯) বিদায়ে ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে (২৩) ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে। 

তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। বাংলাদেশের বড় পুঁজির ভিতটাও গড়েন এই দুজন।

১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। এরপর আর বড় জুটি না হলেও কয়েকটি ক্যামিও বিদেশের মাটিতে যুব টাইগারদের সর্বোচ্চ পুঁজি এনে দেয়। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন। 

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।

এআর

Wordbridge School
Link copied!