• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফারুক বললেন ফ্যাসিস্টদের সঙ্গে সম্পর্ক নেই 


ক্রীড়া ডেস্ক মে ৩, ২০২৫, ০৭:১১ পিএম
ফারুক বললেন ফ্যাসিস্টদের সঙ্গে সম্পর্ক নেই 

ঢাকা: বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে নানা রকম নেতিবাচক আলোচনা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি একটি টক শোতে এসব অভিযোগ নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করার চেষ্টা করেছেন ফারুক।

শনিবার (৩ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হলে আবারও উঠল সেসব প্রসঙ্গ। তবে এবারও ফারুক তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো অস্বীকারই করেছেন।

‘ফ্যাসিস্ট রেজিমের’ সঙ্গে সম্পর্ক আছে কি না, এমন এক প্রশ্নে ফারুক আহমেদ বলেছেন, ‘এসব বানানো’। তিনি বলেন, ‘আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (সর্বশেষ সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’

আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (সর্বশেষ সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।

সব ঠিক থাকলে আগামী অক্টোবরে হওয়ার কথা বিসিবির নির্বাচন। ফারুক এরই মধ্যে জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। তার আগে তাকে নিয়ে এসব নেতিবাচক আলোচনার একটাই অর্থ দেখেন তিনি-সভাপতির চেয়ারের প্রতি অন্য কারও আগ্রহ। 

গঠনমূলক সমালোচনা মেনে নেওয়ার কথা জানিয়ে ফারুক বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে অনেকের অনেক ইন্টারেস্ট। তারাও হতে পারে। ভালো কাজগুলো নিচে পড়ে যায় এসব বাইরের প্রভাবে। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজেরও সমালোচনা হবে।’ 

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘আমার মূল দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে যে আমার ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।’

এক দশকের বেশি সময় পর এবার তৃতীয় বিভাগ বাছাইয়ের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্ট থেকে তৃতীয় বিভাগে জায়গা করে নিয়েছে ইয়াং টেরিপাস ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাব। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার এই টুর্নামেন্ট যেন আর কখনো বন্ধ না হয়, এই আশা প্রকাশ করেছেনে বিসিবি সভাপতি।

এআর

Wordbridge School
Link copied!