• ঢাকা
  • শনিবার, ২১ জুন, ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

সাকিবের সঙ্গে খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ


ক্রীড়া ডেস্ক মে ১৯, ২০২৫, ০৪:০৮ পিএম
সাকিবের সঙ্গে খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ

ঢাকা: সাকিবের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। 

বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই ডানহাতি এ টাইগার অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বোর্ড।

অর্থাৎ পিএসএলে দুইবারের চ্যাম্পিয়ন লাহোরের হয়ে খেলতে আর কোনো বাধা নেই মিরাজের। জানা গেছে, আজ সোমবার রাতেই পাকিস্তানের ফ্লাইট ধরবেন মিরাজ। মূলত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে না থাকার কারণেই কম সময়ের মধ্যে এনওসি পেয়েছেন তিনি।

২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি পেয়েছেন মিরাজ। টুর্নামেন্টের শেষ পর্যায়ে বাংলাদেশি এ অলরাউন্ডারকে যুক্ত করে স্পিন আক্রমণ আরও শক্তিশালী করলো লাহোর।

মিরাজ আগে কখনও বিদেশি কোনো লিগে খেলেননি। জানা গেছে, পিএসএলের প্লে অফে ওঠা লাহোর ছাড়ছেন সিকেন্দার রাজা। তার বদলি হিসেবে মিরাজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

এআর

Wordbridge School
Link copied!