• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিরোপা জিতে টাকার অঙ্কেও ইতিহাস গড়ল পিএসজি


ক্রীড়া ডেস্ক জুন ১, ২০২৫, ০৪:০২ পিএম
শিরোপা জিতে টাকার অঙ্কেও ইতিহাস গড়ল পিএসজি

ঢাকা: ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ডগড়া পিএসজি টাকার অঙ্কেও ইতিহাস গড়ে ফেলেছে। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় একপেশে ফাইনালে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও। 

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫ গোলের ব্যবধানে জেতেনি। একইভাবে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই ইতিহাস গড়ল দলীয় পুরস্কারেও। কেবল চ্যাম্পিয়ন হয়েই তাদের পকেটে ঢুকছে ২৭.৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়াও বিভিন্ন পর্বে ম্যাচপ্রতি জয়ের হিসাব রয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এবারের ইউসিএলে মোট প্রাইজমানির পরিমাণ প্রায় ৩৩ হাজার ৯৬ কোটি টাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি সর্বোচ্চ প্রাইজমানি। যা গতবার ছিল ২৬ হাজার ৭৪৬ কোটি টাকা, অর্থাৎ এবার মোট বাড়ল ৭ হাজার কোটিরও বেশি। কেবল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই পিএসজি ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা এবং রানার্সআপ হওয়া ইন্টার ২৫৪ কোটি টাকা। পিএসজি গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের (২৬২ কোটি ৫৭ লাখ) চেয়ে আরও ৭৭ কোটি টাকারও বেশি পাচ্ছে।

পুরো টুর্নামেন্টজুড়েই পিএসজি এবং ইন্টার মিলান তাদের পারফরম্যান্সের সুবাদে উয়েফা থেকে বড় রাজস্ব অর্জন করেছে। যেখানে ইন্টার মিলানের পকেটে গেছে সর্বোচ্চ। ইতালিয়ান ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ১১১ মিলিয়ন ডলার এবং ফরাসি জায়ান্টরা ১০৩.৫ মিলিয়ন ইউরো পকেটে পুরেছে। ২০২৪-২৫ মৌসুমে রাজস্ব আয়ে এই দুই ফাইনালিস্টই কেবল পেরিয়েছে ১০০ মিলিয়ন ডলারের গণ্ডি। 

এখানেই শেষ নয়, প্রতিযোগী প্রতিটি দলই উয়েফার কাছ থেকে পারফরম্যান্স-রিলেটেড প্রাইজমানি হিসেবে মোট ১০৩ বিলিয়ন ডলার পাবে। যার ম্যাচ জয় যত বেশি তার ভাগেই যাবে এর বড় একটি অংশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স লিগ জিতে আয়ের আরও উৎস খুলে দিয়েছে পিএসজির সামনে।

তারা চলতি বছর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, উয়েফা সুপার কাপ এবং ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পাশাপাশি সেখানকার রাজস্ব আয়েরও বড় সুযোগ তৈরি করে রেখেছে।

এ ছাড়া স্বাভাবিকভাবেই পিএসজির হাতে উঠেছে ক্লাব ফুবটলের সবচেয়ে প্রেস্টিজিয়াস ১৬.৫ পাউন্ডের ট্রফি। পারফরম্যান্স কেন্দ্রিক আয় তো আছেই, এর বাইরে লিগপর্ব থেকে শুরু করে প্লে-অফ, রাউন্ড অব সিক্সটিন ও সেমিফাইনালসহ প্রতিটি রাউন্ডে উত্তীর্ণ দলের জন্যও নির্দিষ্ট অঙ্কের বরাদ্দ রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!