• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান


ক্রীড়া ডেস্ক জুন ১, ২০২৫, ০৪:২৮ পিএম
এবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ঢাকা: পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে টাইগাররা। 

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ শেষ ম্যাচে মাঠে নামবে লিটন দাসের দল। এর মাঝে চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সময়সূচিও।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। আসন্ন সফরটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক সূচি তৈরি করে ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। 

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন এই দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল।

এআর

Wordbridge School
Link copied!