• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেষটাও ভালো হল না টাইগারদের, প্রাপ্তি ধবলধোলাই


ক্রীড়া ডেস্ক জুন ২, ২০২৫, ১২:৩৭ এএম
শেষটাও ভালো হল না টাইগারদের, প্রাপ্তি ধবলধোলাই

ঢাকা: বড় একটা স্কোর গড়েও হোয়াইটওয়াশটা আর ঠেকানো গেল না। পাকিস্তানের কাছে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে তুলেছে ১৯৬ রান। বড় স্কোর তাড়া করতে নেমেও ১৬ বল হাতে রেখে জিতেছে পাকিস্তান। ১৭.২ ওভারে ৩ উইকেটে তারা করেছে ১৯৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের মোহাস্মদ হারিস।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ওপেনিং জুটিতে ১০.৪ ওভারে আসে ১১০ রান। জুটি ভাঙে ৩২ বলে ৪২ রান করে তানজিদ ফিরলে। ৩ রান পরই ফিরেছেন পারভেজও। আউট হওয়ার আগে ৩৪ বলে ৬৬ রান করেছেন পারভেজ। মেরেছেন ৭টি চার ও ৪টি ছক্কা। এ ছাড়া লিটন দাস ১৮ বলে ২২, তাওহিদ হৃদয় ১৮ বলে ২৫ ও জাকের আলী ৯ বলে অপরাজিত ১৫ রান করেছেন।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। তবে সাইম আইয়ুব ও হারিসের ৯২ রানের জুটিতে জয়ের দিকে এগিয়ে যায় তারা। সাইম ২৯ বরে ৪৫ রান করে আউট হয়েছেন। ৮ চার ও ৭ ছয়ে ৪৬ বলে ১০৭ রান করে অপরাজিত ছিলেন হারিস। ১৩ বলে ২৬ রান করেছেন হাসান নেওয়াজ। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, একটি তানজিম সাকিব।

এআর

Wordbridge School
Link copied!