• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ক্লাসেনের


ক্রীড়া ডেস্ক জুন ২, ২০২৫, ০৪:৩৯ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ক্লাসেনের

ঢাকা: বর্তমান বিশ্বে বিধ্বংসী ক্রিকেটারদের তালিকা করলে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল আর দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের নাম থাকবে সবার শীর্ষে। 

যাদের খেলা দেখে বিনোদিত হন দর্শকরা। সেই তারাই একই দিনে দুঃসংবাদ দিলেন দর্শকদের। ম্যাক্সওয়েলের ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন ক্লাসেন।

৩৩ বছর বয়সী ক্লাসেন লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এটা আমার জন্য দুঃখের দিন। ভবিষ্যতে আমার এবং পরিবারের জন্য যা ভালো হতে পারে, সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এখন আমি পুরোপুরি স্বস্তিতে আছি।’

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন ক্লাসেন। ৩২.৪৫ গড়ে করেছেন ৩২৪৫ রান। ফিফটি আছে ১৬টি, সেঞ্চুরি ৪টি।

এআর

Wordbridge School
Link copied!