ঢাকা: সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল।
ভুটানের বিপক্ষে আজ শুরুর একাদশে আছেন হামজা চৌধুরী। অন্যদিকে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফাহামেদুল ইসলাম ও কাজেম শাহ’র।
বাংলাদেশ একাদশ: তপু বর্মন, জামাল ভুঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ কিরমানি, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।
এআর







































