• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
এএফসি এশিয়ান কাপ

সিঙ্গাপুরের বিপক্ষে কারা থাকছেন বাংলাদেশ একাদশে


নিজস্ব প্রতিবেদক:  জুন ১০, ২০২৫, ০৬:৩৩ পিএম
সিঙ্গাপুরের বিপক্ষে কারা থাকছেন বাংলাদেশ একাদশে

ঢাকা : বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচটি আর কিছুক্ষণের  মধ্যেই শুরু হবে। সন্ধ্যা সাতটায় মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের মহারণে।

ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের একাদশ। যেখানে আলোচিত সদস্য হিসেবে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কানাডায় বসবাসরত মিডফিল্ডার শমিত সোম। আজ তার লাল-সবুজের জার্সি গায়ে হচ্ছে প্রথম পদচারণা। তার সঙ্গে মাঠ মাতাবেন মিতুল মারমা, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, তপু বর্মন, তারিক কাজী, হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, ফাহামেদুল ইসলাম ও রাকিব।

শমিতের অভিষেক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য শমিত সোমের আগমন শুধু একটি নামের যোগ নয়; এটি নতুন এক আশার উজ্জ্বল আলো। ২৭ বছর বয়সী এই ফুটবলার আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবেন দেশের জার্সিতে।

ঢাকায় এসে দলের সঙ্গে মাত্র কয়েকদিন অনুশীলন করলেও, তার খেলার ছন্দ ও গতি প্রশংসার যোগ্য হয়েছে। কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, “শমিত আমাদের সঙ্গে মিশে গিয়েছে, তার উপস্থিতি দলের খেলার মানকে আরও সমৃদ্ধ করেছে।”

শমিত বলেন, “বাংলাদেশের হয়ে মাঠে নামা আমার জীবনের গর্ব। আমি আত্মবিশ্বাসী, আমাদের খেলা সবাইকে গর্বিত করবে।”

পিএস

Wordbridge School
Link copied!