• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এএফসি এশিয়ান কাপ

এক গোল শোধ করলো বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক:  জুন ১০, ২০২৫, ০৭:২২ পিএম
এক গোল শোধ করলো বাংলাদেশ

ঢাকা : বিরতির আগে ৪৪ মিনিটে বাংলাদেশের জালে এক গোল দিয়ে এগিয়ে যায় সিঙ্গাপুর। বিরতির পর মাঠে নেমে ৫৯ মিনিটে আরো একটি গোলল হজম করতে হয় বাংলাদেশকে। তবে ৬৫ মিনিটে রাকিব হোসেনের শর্টে বল সিঙ্গাপুরের জাল খুঁজে নেয়। এতে করে এক গোল শোধ করার সুযোগ হয় বাংলাদেশের।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

এএফসি এশিয়ান কাপে সমান ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-র চার দলেরই সমান সম্ভাবনা থাকায় এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গেছে।

তবে বড় চমক এসেছে বাংলাদেশ দলের একাদশে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া রয়েছেন বেঞ্চে। তার বদলে মাঝমাঠে খেলছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম, যিনি এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করছেন। 

প্রবাসী ফুটবলারদের নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোম—তাদের উপস্থিতি যেন ফুটবলপ্রেমীদের আশার আলো দেখাচ্ছে। ম্যাচটি সেই নবজাগরণেরই প্রথম বড় পরীক্ষা।

বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা ভুটানের বিপক্ষে জয়ী দলের একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। একাদশে জায়গা হারিয়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা ও জামাল ভূঁইয়া। জায়গা পেয়েছেন শাকিল তপু, মোহাম্মদ হৃদয় এবং অভিষিক্ত সমিত সোম।

নিজেদের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য আজকের ম্যাচ জয়ের সুযোগ যেমন বড়, তেমনি ভবিষ্যতের দল গঠনের জন্যও এটি হতে পারে এক ঐতিহাসিক সন্ধ্যা।

পিএস

Wordbridge School
Link copied!