• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শনিবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ


ক্রীড়া ডেস্ক: জুন ১৩, ২০২৫, ০৬:০৮ পিএম
শনিবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ

ঢাকা : শনিবার শুরু হচ্ছে ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ১২টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এবারের আসরে ৬ মহাদেশের ৩২টি দল অংশ নিচ্ছে। 

উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি (মেসির দল) এবং আল আহলি (মিশর) পরস্পর মুখোমখি হবে।

অংশগ্রহণকারী দলগুলো (আংশিক তালিকা):

ইউরোপ থেকে: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা,বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস,রেড বুল সালজবুর্গ ও অ্যাতলেতিকো মাদ্রিদ  

দক্ষিণ আমেরিকা থেকে: পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট,বোকা জুনিয়র্স ও বোটাফোগো  

উত্তর আমেরিকা: মন্টেরে (মেক্সিকো), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র), পাচুকা (মেক্সিকো), ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র; আয়োজক দেশের কোটায়) ও লস অ্যাঞ্জেলস এফসি (যুক্তরাষ্ট্র)

আফ্রিকা: আল আহলি (মিশর), উইদাদ (মরক্কো), এস্পেরান্স দে তিউনিস (তিউনিশিয়া) ও মামেলোদি সান্ডাউনস (দক্ষিণ আফ্রিকা)

এশিয়া: আল হিলাল (সৌদি আরব), উরওয়া রেড ডায়মন্ডস (জাপান), আল আইন (কাতার) ও উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া)

ওশেনিয়া: অকল্যান্ড সিটি (অস্ট্রেলিয়া)

পিএস

Wordbridge School
Link copied!