ঢাকা : এএফসি এশিয়ান ম্যাচে সিঙ্গাপুরের সাথে ২-১ গোলে হেরেছে লাল-সবুজের দল। এই হারে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে দায়ী করে তার পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।
শনিবার (১৪ জুন) বাফুফের এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন তিনি।
এদিন শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
শাহীন বলেন, আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।
বাফুফের আজকের সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন ১৫ জন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যের এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন।
এই প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব।
পিএস