• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিগ ব্যাশের ড্রাফটে ১১ জন বাংলাদেশি


ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৫, ০২:৪১ পিএম
বিগ ব্যাশের ড্রাফটে ১১ জন বাংলাদেশি

ঢাকা: বিগ ব্যাশ লিগের পরবর্তী মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন। আর এই ড্রাফটে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের। 

এদের মধ্যে আছেন রিশাদ হোসেনও, চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হারিকেন্স। 

গত মৌসুমের ড্রাফট থেকে রিশাদকে দলভুক্ত করেছিল হোবার্ট। যদিও বিপিএলের কারণে বিগ ব্যাশে যাওয়ার এনওসি পাননি রিশাদ। 

ড্রাফটে থাকা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা হলেন- শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

বাংলাদেশের এসব তারকাদের প্রত্যেকেই নাম লিখিয়েছেন পুরো মৌসুমের জন্য। যদিও শেষ পর্যন্ত আদতেই দল পেয়ে পুরোটা সময় থাকতে পারছেন কি না তা এক বড় প্রশ্ন। মূলত বিপিএল ও বিগ ব্যাশের সূচি একই সময়ে হওয়ার কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কমই থাকে এসব দলের। তারপরেও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। 

সবমিলিয়ে এবারের বিগ ব্যাশ ড্রাফটে নাম জমা দিয়েছেন ৩০ দেশের ৬০০-এর বেশি ক্রিকেটার। সবগুলো টেস্ট এবং ওয়ানডে খেলা দেশগুলোর পাশাপাশি হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া এবং হাঙ্গেরি থেকে ক্রিকেটাররা নাম জমা দিয়েছেন বিগ ব্যাশের ড্রাফটে। 

এআর

Wordbridge School
Link copied!