• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শান্তর দুই রানের আক্ষেপ


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৮, ২০২৫, ১১:৩১ এএম
শান্তর দুই রানের আক্ষেপ

ঢাকা : প্রয়োজন ছিল মাত্র দুই রান। এই দুই রান হলেই ১৫০ রানের মাইল ফলক ছুঁতে পারতেন নাজমুল হাসান শান্ত। ডানহাতি আসিথার স্লোয়ার লেন্থ বল আগেভাগে ড্রাইভ করেছিলেন শান্ত। টাইমিং মেলাতে পারেননি। বল চলে যায় মিড অফে। সেখানে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুজ দারুণ ক্যাচ নিয়ে শান্তকে আউট করেন।

প্রথম দিনের করা ১৩২ রানের সাথে বুধবার (১৮ জুন) খেলার দ্বিতীয় দিনে মাত্র ১৬ রান যোগ করতে সক্ষম হন শান্ত। শান্ত ২৭৯ বলে ১৪৮ রান করেছেন ১৫ চার ও ১ ছক্কায়। 

শান্ত মাঠের বাইরে চলে গেলে মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে তার নতুন সঙ্গী লিটন দাস। এখন পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেন।

২০১৩ সালে বাংলাদেশ গলে ৬৩৮ রান করেছিল যা এখনও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুশফিকুর রহিম সেই ম্যাচে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন।

পিএস/ 

Wordbridge School
Link copied!