• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিতীয় দিনে মুশফিক-লিটনের আক্ষেপ, পাঁচশর অপেক্ষায় বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০২৫, ০৬:৫৮ পিএম
দ্বিতীয় দিনে মুশফিক-লিটনের আক্ষেপ, পাঁচশর অপেক্ষায় বাংলাদেশ

ঢাকা:  বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৬১ ওভার। বাংলাদেশ যোগ করেছে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান। দিনের মাঝামাঝি বৃষ্টিতে খেলা বন্ধ ছিল আড়াই ঘণ্টার বেশি। পরে আলোকস্বল্পতায় ১১ ওভার আগেই শেষ হয় খেলা।

দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪৮৪। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিনের শুরুতে আউট হন ১৪৮ রান করে। প্রথম দিনের আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরির আশা দেখালেও তার ইনিংস থেমে যায় ১৬৩ রানে।

এদিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে পারলেন না লিটন কুমার দাস। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থেমে যায় তার ইনিংস।  

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার সকালে ১৩৬ রান নিয়ে দিন শুরু করা শান্ত বিদায় নেন আর ১২ রান যোগ করে। দিনের সপ্তম ওভারে মিড অফে ধরা পড়েন তিনি আসিথা ফার্নান্দোর বলে।

মুশফিকের সঙ্গে তার জুটি থামে ২৬৪ রানে। চতুর্থ উইকেটে বাংলাদেশের সেরা জুটির রেকর্ড স্পর্শ হয়নি স্রেফ ২ রানের জন্য।

সকালের এই উইকেটের পর আরেকটি উইকেটের জন্য শ্রীলঙ্কাকে অপেক্ষা করতে হয় বিকেল পর্যন্ত। লিটনকে নিয়ে আরেকটিবড় জুটি গড়ে তোলেন মুশফিক।

১৪৯ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে মুশফিকের বিদায়ে। ৩৫০ বলে ১৬৩ রান করে এলবিডব্লিউ হন তিনি আসিথার বলে।

সঙ্গীকে হারিয়ে পরের ওভারেই ড্রেসিং রুমে ফেরেন লিটন। থারিন্ডু রাত্নায়াকের লেগ স্টাম্পের অনেক বাইরের বল রিভার্স সুইপ করার চেষ্টায় ধরা পড়েন তিনি কিপারের গ্লাভসে।

এই নিয়ে ক্যারিয়ারে তিনবার নব্বই ছুঁয়ে শতরানে যেতে পারলেন না তিনি। এরপর জাকের আলি ৮ রান করেই বোল্ড হয়ে যান মিলান রাত্নায়াকের ভেতরে ঢোকা ডেলিভারিতে। লোয়ার অর্ডারে কোনো ব্যাটসম্যান টিকতে পারেননি লম্বা সময়। ২৬ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা।

এআর

Wordbridge School
Link copied!