ঢাকা : পাঁচশ রান টপকানোর আশা নিয়ে গল টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু মাত্র ১১ রান যোগ করতেই শেষ উইকেটের পতন হয় বাংলাদেশের। এতে করে ৪৯৫ রানে থামতে হয় বাংলাদেশকে।
তৃতীয় দিনে আসিথা ফার্নান্দোর শরীর তাক করে করা ডেলিভারি ভুগছিলেন নাহিদ। আসিথার লেগ স্টাম্পের বাইরে বল পেয়ে খেলতে চান তিনি। ঠিকঠাক পারেননি, গ্লাভস ছুঁয়ে জমা পড়ে কুসাল মেন্ডিসের গ্লাভসে।
৮ বল খেলে শূন্য রানে ফেরেন নাহিদ।
তৃতীয় দিন কেবল ১৬ বল টিকেছে বাংলাদেশের ইনিংস। এই সময়ে তারা যোগ করতে পেরেছে ১১ রান।
৮৬ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সফলতম বোলার আসিথা।
বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত ১৪৮ রান, মুশফিকুর রহিম ১৬৩ রান এবং লিটন দাস করেন ৯০ রান করেন।
পিএস