• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ড্রয়ের পথে গল টেস্ট 


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০২৫, ০৪:৫৩ পিএম
ড্রয়ের পথে গল টেস্ট 

ঢাকা: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এ সময় ১৯৯ বলে তিন ছক্কা ও নয় চারে ১২৫ রানে অপরাজিত ছিলেন শান্ত। নাঈম হাসান ব‍্যাট করছিলেন ২৩ বলে ৭ রানে।

বাংলাদেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান ও প্রথম অধিনায়ক হিসেবে কোনো টেস্টে জোড়া সেঞ্চুরি করলেন শান্ত।

জয়ের জন‍্য শ্রীলঙ্কা পেয়েছে ২৯৬ রানের লক্ষ‍্য। এই রান করার জন‍্য ৩৭ ওভার পেয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেয়েছেন নাঈম হাসান। গতি কমিয়ে করা ডেলিভারি পিচ করার পর কিছুটা থেমে গেলে ধোঁকা খান পাথুম নিসাঙ্কা। আগেই ব্যাট চালিয়ে শর্ট মিড উইকেটে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন শ্রীলঙ্কার ওপেনার।

আগের ইনিংসে সেঞ্চুরি করা নিসাঙ্কা এবার ২৫ বলে করেন ২৪ রান।

নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। টেস্ট ক্রিকেটে এটিই তার শেষ ইনিংস। ক্রিজে আরেক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। 

শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৪১ রান।

এর আগে অভিষেকের দুই ইনিংসেই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হলেন লাহিরু উদারা।

ষষ্ঠ ওভারে শেষ বলে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন উদারা। বলের নাগাল পাননি তিনি। গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন উইকেটরক্ষক লিটন দাস। ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি।

১৩ বলে দুই চারে ৯ রান করেন উদারা।

এআর

Wordbridge School
Link copied!