ঢাকা: তাইজুল ইসলাম বেশ আগ্রহী ছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি ধনঞ্জয়া ডি সিলভাকে। রিভিউ নিয়েও দেখা গেল, বল ছুয়ে যায়নি ব্যাট।
দিনের খেলার তখনও ৫ ওভার বাকি। তবে ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরা শুরু করেন ড্রেসিংরুমে।
শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান এঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী ম্যাচটি স্বরণীয় হয়ে থাকল ড্র হিসেবে। ১২ বছর পর ড্র দেখল গল স্টেডিয়াম। ২০১৩ সালে আগের ঘটনাটিও ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার, মাঝে চলে গেছে ২৬ ম্যাচ। এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের ৭টি ড্র হয়েছে।
গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দলই ড্র মেনে নেয়।
এআর