• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা বুলবুলের


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০২৫, ০৩:৩৭ পিএম
রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা বুলবুলের

ঢাকা: দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ জন্য বিকেন্দ্রীকরণ কৌশল হাতে নিয়েছেন তিনি। আজ জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করার কথা।

বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগীয় শহরে বিসিবির আয়োজিত সপ্তাহব্যাপী উৎসবের অংশ হিসেবে এদিন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলছে নানা কার্যক্রম। 

সকাল ১০টায় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বুলবুল।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই। খুলনায় যেমন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আজ রাজশাহীতেও তাই দেখছি। বাংলাদেশের মানুষ টেস্ট ক্রিকেটকে ভালোবাসে। এটি শুধু উদযাপন নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ।’

দেশজুড়ে ক্রিকেট বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক ক্রিকেট শক্তিশালী করাই তার মূল লক্ষ্য বলে জানান এই সাবেক অধিনায়ক। 

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ুক। রাজশাহী থেকে যাতে আরও বেশি খেলোয়াড় উঠে আসে, সে জন্য প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা নিয়েছি।’

বুলবুল আরও যোগ করেন, ‘এই মাঠ এবং আউটফিল্ড অনেক উন্নত। এমন উইকেট অনেক দেশেই নেই। এখানে আমরা যদি উন্নত অবকাঠামো ও নিয়মিত খেলার আয়োজন করতে পারি, তাহলে এখান থেকেও জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় উঠে আসবে।’

এসময় বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম উপস্থিত ছিলেন। বুলবুল বলেন, ‘মাঠ উন্নয়নেও বিসিবি গুরুত্ব দিচ্ছে। সারাদেশে এমন মানের ফ্যাসিলিটিজ গড়ে তুলতে পারলে দেশের ক্রিকেট কাঠামো আরও মজবুত হবে।’

রজতজয়ন্তী উদ্‌যাপনের শুরু হয়েছে গতকাল খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর আগামীকাল সিলেট বিভাগীয় স্টেডিয়াম, পরদিন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে হবে এ আয়োজন।

এআর

Wordbridge School
Link copied!