ঢাকা : নাঈম শেখকে জায়গা দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই।
নাঈম শেখ শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে নাইম শেখের সাথে ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন।
দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাসও থাকছেন। দুই বিশেষজ্ঞ স্পিনার আর পাঁচ পেসার থাকছেন লঙ্কান সিরিজে।
টাইগার শিবিরে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ ইনজুরি থেকে দলে ফিরেছে। বিশেষ করে তাসকিন লম্বা সময় লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কা সিরিজেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। অন্যদিকে মুস্তাফিজ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন। যার কারণে খেলতে পারেননি পাকিস্তান সিরিজ। লঙ্কানদের বিপক্ষে দলে ডাক পেয়েছেন এই কাটার মাস্টার।
শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গল টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে মাঠে গড়াবে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
পিএস







































