• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেই সিদ্ধান্ত জানাতে পারতাম: শান্ত


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২৫, ০২:৫৬ পিএম
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেই সিদ্ধান্ত জানাতে পারতাম: শান্ত

ঢাকা: বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষেই লাল বলের অধিনায়ক হিসেবে আর দায়িত্বে থাকছেন না শান্ত। 

এমন এক সূত্রকে উদ্ধৃত করে এই খবরই সামনে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। 

ভালো পারফর্ম করেই অনেকেই অবসর নেয়, কিংবা অধিনায়কত্ব থেকে সরে যায়। শান্তর ক্ষেত্রেও কী এমন হবে জবাবে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’  

শান্ত আরো বলেন, 'আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।' 

‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’ 

এরপরেই শান্ত যোগ করেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’ 

এআর

Wordbridge School
Link copied!