• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পান্থকে আইসিসির তিরস্কার 


ক্রীড়া ডেস্ক জুন ২৪, ২০২৫, ০৪:২৫ পিএম
পান্থকে আইসিসির তিরস্কার 

ঢাকা: চলমান হেডিংলি টেস্টে ভারতের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন রিষাভ পান্থ। অ্যান্ডি ফ্লাওয়ারের পর ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। 

ইংল্যান্ড দলের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পন্তের নিয়ম লঙ্ঘন করা আচরণ আমলে নেয় আইসিসি।

আইসিসি ‘প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার্স সাপোর্ট পার্সোনেল’ আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন পান্থ। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা।’ এর পাশাপাশি পন্তের শৃঙ্খলা রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এই প্রথম এমন ঘটনা ঘটালেন পান্থ।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬১তম ওভার শেষে ঘটনাটি ঘটে। বল ‘গেজ’ (বলের আকার পরিমাপের বস্তু) দিয়ে আম্পায়াররা বলের আকৃতি ও আকার ঠিক আছে কি না, তা পরীক্ষা করছিলেন। আম্পায়াররা বল না পাল্টানোর সিদ্ধান্ত নেন। পন্ত এতে সন্তুষ্ট হতে পারেননি। অসন্তোষ প্রকাশে আম্পায়ারদের সামনে বল মাটিতে ছুড়ে মারেন।

হেডিংলি টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে পন্ত নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। 

মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানে, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নসও এই শাস্তির সঙ্গে একমত হয়েছেন।

লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে আনুষ্ঠানিকভাবে তিরস্কার সর্বনিম্ন শাস্তি। ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ সর্বোচ্চ শাস্তি।

হেডিংলি টেস্টে আজ পঞ্চম ও শেষ দিনের খেলা অনুষ্ঠিত হবে। ভারতের ছুড়ে দেওয়া ৩৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২১ রান নিয়ে কাল চতুর্থ দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। জয়ের জন্য আজ শেষ দিনে ৩৫০ রান চাই স্বাগতিকদের।

এআর

Wordbridge School
Link copied!