• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সান্তোসেই থাকলেন নেইমার


ক্রীড়া ডেস্ক জুন ২৫, ২০২৫, ০৯:৫০ এএম
সান্তোসেই থাকলেন নেইমার

ঢাকা : শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গেই চুক্তিই নবায়ন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মঙ্গলবার (২৪ জুন) ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস। নতুন চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবেন তিনি।

চুক্তি নবায়ন করে নেইমার বলেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হৃদয়কে শুনেছি। সান্তোস শুধুই আমার দল নয়. এটা আমার বাড়ি, আমার নাড়ি, আমার ইতিহাস এবং আমার জীবন। আমি এখানে এক বালক থেকে বড় হয়েছি এবং এ ক্লাব আমার সত্যিকার ভালোবাসা। এখানে আমি নিজের মতো থাকতে পারব, সত্যিকার খুশি থাকব। 

তিনি বলেন, আমার ক্যারিয়ারে অপরিপূর্ণ স্বপ্নগুলো আমি এখান থেকে পূরণ করতে চাই। এবং কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। আমি যাব, ফিরে আসব এবং থাকব। যেখান থেকে সবকিছু শুরু হয়েছে এবং যেখানে কখনো শেষ হবে না।

আল হিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে এসেছিলেন নেইমার। একের পর এক ইনজুরিতে জর্জরিত নেইমারকে দলে ভিড়িয়ে বড় চ্যালেঞ্জই নিয়েছিল সান্তোস। জানুয়ারির ৩১ থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২ ম্যাচ খেলে ৩ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্টও করেছেন তিনি। 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আপাতত নিজেকে প্রস্তুত করছেন নেইমার।

পিএস

Wordbridge School
Link copied!