ঢাকা : কলম্বো টেস্টে লাঞ্চের আগে ২ উইকেট আর লাঞ্চের পরে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। চার উইকেট হারিয়ে বেশ চাপে রয়েছে টাইগাররা।
এদিন খেলা শুরুর প্রথম ঘণ্টায় মাত্র ৫ ওভারেই মাঠ ছাড়তে হয় এনামুল হক বিজয়কে। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বিজয়। মাঠ ছাড়ার আগে ১০ বল খেলেন এই ওপেনার। তবে খাতা খুলতে পারেননি।
বিজয়ের আউটের পর সাদমানের সঙ্গী হন মুমিনুল হক। সাদমান ও মুমিনুল দুজনে সামনের দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তবে শ্রীলঙ্কার বলার ধানাঞ্জায়া ডি সিলভার বলকে কভার ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল। মুমিনুল ৩৯ বল খেলে ২১ রান করেন।
এরপর সাদমানের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। এবার সাদমান আর শান্ত মিলে দলকে উপরের দিকে তুলে নিতে ব্যাট করছিলেন। কিছুক্ষণের মধ্যে শুরু হয় লাঞ্চ ব্রেক। লাঞ্চ থেকে ফিরে ভিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ধরা পড়লেন কুসাল মেন্ডিসের গ্লাভসে। যা হবার তাই হলো। মাঠ ছাড়তে হলে শান্তকে। যাবার আগে শান্ত ৩১ বল খেলে ৮ রান করেন।
সাদমানের সঙ্গী হল মুশফিকুর রহিম। লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারলেন না সাদমান। আসিথা ফার্নান্দোর বলে আউট হয়ে মাঠের বাহিরে যেতে হয় সাদমানকে। যাবার আগে সাদমান ৯৩ বল খেলে ৪৬ রান করে।
এই প্রতিবেদনে লেখা পর্যন্ত বাংলাদেশ চার উইকেট হারিয়ে ৯০ রান করে।
পিএস







































