• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আর্জেন্টাইন তরুণ ফুটবলারের মৃত্যু


ক্রীড়া ডেস্ক জুন ২৬, ২০২৫, ০৪:১০ পিএম
আর্জেন্টাইন তরুণ ফুটবলারের মৃত্যু

ঢাকা: ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি (এসিএল) থেকে মুক্তি পেতে হাঁটুর সার্জারি করানোর সিদ্ধান্ত নেন কামিলো নুইন। আর এ সময় মৃত্যু বরণ করেছেন এই আর্জেন্টাইন তরুণ ফুটবলার।

হাঁটুর সার্জারি করার সময় তার মৃত্যু হওয়ার কথা বললেও, সঠিক কারণ এখনও সামনে আসেনি। নুইনের মৃত্যু কারণ তার ক্লাব কিংবা স্থানীয় প্রশাসন এখনও খোলাসা করেনি। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত সামনে আসবে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সান তেলমো ক্লাবের মিডফিল্ডার কামিলো নুইন আর্জেন্টিনার প্রসিদ্ধ ক্লাব বোকা জুনিয়র্সের যুব একাডেমিতে বেড়ে উঠেছেন।

সেখান থেকে ২০২২ সালে যোগ দেন সান তেলমো মূল দলে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে হাঁটুর সার্জারি করার সময় মৃত্যু হয়েছে এই তরুণের। কামিলো নুইনের মৃত্যুতে শোক জানিয়েছে সান তেলমো ক্লাব কর্তৃপক্ষ। 

এক বিবৃতি তারা জানিয়েছে, কামিলো আর্নেস্তো নুইনের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। যুব ও রিজার্ভ ডিভিশনের এই ফুটবলারের আজ সার্জারি চলছিল। তার শোক পালনে এদিন ক্লাবের কার্যক্রম বন্ধ থাকবে। আমরা তার পরিবার, বন্ধু-বান্ধব ও সতীর্থদের কঠিন এই সময়ে পাশে আছি এবং তাদের যেকোনো প্রয়োজন মেটাতে প্রস্তুত।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং নির্বাহী কমিটি কামিলো নুইনের মৃত্যুতে শোক জানাচ্ছে। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

এআর

Wordbridge School
Link copied!