• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শান্তর জায়গায় নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন যিনি!


ক্রীড়া ডেস্ক জুন ২৮, ২০২৫, ০৩:৩৬ পিএম
শান্তর জায়গায় নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন যিনি!

ঢাকা: টেস্ট ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ঘোষণা দিতে আর দেরি করলেন না বাহাতি এই ব্যাটসম্যান। 

দলের ভরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শেষে আচমকা বলে উঠেন একটি ঘোষণা দিতে চান তিনি। 

জানান টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা। বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে আর দায়িত্ব পালন কেন করবেন না সেটাও স্পষ্ট করেন শান্ত।

এখন প্রশ্ন জেগেছে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন। ধারণা করা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজই হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক। যদিও লিটন দাসকেও অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসেবে তবে তার কাছে মিরাজই এগিয়ে। 

হান্নান বলছিলেন, 'শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।'

এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, 'এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’

এআর

Wordbridge School
Link copied!