ঢাকা : দক্ষিণ আফ্রিকায় ৬১ বছরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন অভিষেক ম্যাচে খেলতে নামা বাঁহাতি তরুণ ব্যাটসম্যান ড্রি প্রিটোরিয়াস।
বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ১৫৩ রান করেছেন প্রিটোরিয়াস। ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার বয়স এখন ১৯ বছর ৯৩ দিন। তাতে কনিষ্ঠতম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নেন। ভেঙেছেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলক ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এখনও মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০১ সালে ১৭ বছর ৬১ দিনে আশরাফুল টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
প্রিটোরিয়াস ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রান করেছেন। শুরুতে দক্ষিণ আফ্রিকা ৫৫ রান তুলতে ৪ উইকেট হারায়। সেখানে প্রিটোরিয়াস নেমে পাল্টা আক্রমণ করে দ্রুত রান করেন। তাতে বড় সংগ্রহের পথেই যাচ্ছে প্রোটিয়ারা। প্রিটোরিয়াস সহ রান পেয়েছেন আরেক অভিষিক্ত ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। ৫১ রান আসে তার ব্যাট থেকে।
পিএস







































