ঢাকা: বিপিএলের আসন্ন আসর মাঠে গড়ানোর কথা ডিসেম্বর-জানুয়ারির দিকে। এর আগেই আলোড়ন ফেলে দিয়েছে সায়ান'স গ্লোবাল নামের প্রতিষ্ঠান। আগামী বিপিএলে নোয়াখালী থেকে দল কেনার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।
বিপিএলে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে শায়ান'স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান'স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখলী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। এছাড়া, বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ হওয়ার আবেদন জানিয়েছে তারা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।
বিপিএলের ১১তম আসরে ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসার কথা ছিল এমনিতেও। ফারুক আহমেদের নেতৃত্বে আয়োজিত সর্বশেষ বিপিএলে অনিয়ম-বিশৃঙ্খলা যেন মাত্রা ছাড়িয়েছিল। দুয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয়ছয়ের অভিযোগ ওঠে।
গত বছরের ৫ আগস্ট পরবর্তী অবস্থায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসে। আগের টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতবারের আসর থেকে নিজেদের সরিয়ে নেয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা ডমিনেটর্সও এই আসরে ছিল না। ওই ৩ দলের পরিবর্তে চিটাগং কিংস , ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি হিসেবে যোগ দেয়। তবে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসের বিরুদ্ধে আসর শেষে পারিশ্রমিক নিয়ে অসংখ্য অভিযোগ ওঠে।
সবচেয়ে বড় অভিযোগ ছিল রাজশাহীর বিরুদ্ধে। টুর্নামেন্টের ১০টি খেলা শেষের পরেও প্রতিশ্রুত পারিশ্রমিক না দেয়ায় দলটির বিদেশি খেলোয়াড়রা মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল। ফলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি ছাড়াই মাঠে নামতে হয়েছিল রাজশাহীকে।
পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা টুর্নামেন্টের পরেও শেষ হয়নি। ফলে ফ্র্যাঞ্চাইজি মালিককে আইনের আওতায় আনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে, চিটাগং কিংসের খেলোয়াড়রাও ফ্র্যাঞ্চাইজি নিয়ে অভিযোগ তুলেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে দলটির মালিকপক্ষ।
এআর







































