• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জিতেও অবাক কুক


ক্রীড়া প্রতিবেদক  অক্টোবর ২৫, ২০১৬, ১০:১১ এএম
জিতেও অবাক কুক

চট্টগ্রাম টেস্টে এতোটা কঠিন করে জিতবে হবে ইংল্যান্ডকে! ম্যাচের আগে এমনটা কখানোই ভাবতে পারেন নি। কিন্তু বন্দর নগরীতে টাইগাররা যেভাবে লড়েছে তাতে অল্পের জন্য বেঁচে গেলো ইংলিশরা। 

পুরো চারদিন উত্তেজনা বজায় থাকার পর পঞ্চম দিনের সকালে গিয়ে মুখে হাসি ফুটলো ইংলিশদের। শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে। বাংলাদেশের সামনে ২৪৮ রানের টার্গেট। চট্টগ্রামের কঠিন কন্ডিশনে যা খুবই কঠিন। তারপরেও বাংলাদেশ সমানে লড়াই করেছে। অনেকবারই জয়ের সম্ভাবনা জাগিয়েছে। এতে মুগ্ধ ইংলিশ অধিনায়ক।

অ্যালেস্টর কুক বললেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম ২৮৬ রান যথেষ্টই হতে যাচ্ছে। ভাবতে পারিনি ওরা এত কাছাকাছি চলে যাবে। বিশেষ করে ওরা যেভাবে স্পিন সামলেছে, সেটি ছিল মুগ্ধ করার মতো। আমি তাদের যথেষ্ঠ ক্রেডিট দিব।’

তবে জয়ের ব্যাপারে আত্মবিস্বাসী ছিলেন বলে জানান ইংলিশ অধিনায়ক। বলেন, ‘৩৩ রান, হাতে মাত্র দুই উইকেট। এই সমীকরণ আমাদেরই পক্ষে ছিল। সত্যি কথা বললে, সকালে আমি যথেষ্টই আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম, সুযোগ আমরা ঠিকই সৃষ্টি করতে পারব। কিন্তু এসব ‘হাফ চান্সও’ হতে পারে। তবে জানতাম সুযোগ তৈরি করতে পারব। তাই খুব বেশি দুর্ভাবনায় ছিলাম না।’

৮ উইকেটে ২৫৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। শেষ দিনে ৩৩ রান দরকার ছিল বাংলাদেশের। গতকাল সকাল ১০ রান যোগ করে অর্থাৎ ২৫৩ রানে অলআউট হয়ে যায় দল। হারতে হয় মাত্র ২২ রানে। বড় দলের বিপক্ষে যা সবচেয়ে কম ব্যবধানে হার।

এই ম্যাচটিকে কুক দু’দলের লড়াইকেই মূল্যায়ন করেছেন। তার মতে একটা জমজমাট লড়াই হল। যা ছিলো উপভোগ্য। মিডিয়ায় তা বলেও ফেলেছেন। কুক বলেন, ‘দারুণ একটা টেস্ট খেললাম। খুবই কঠিন একটা লড়াই হয়েছে। দু’দলই ভালো খেলেছে। জিততে পেরে বেশ আনন্দিত।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!