ঢাকা: উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ভয়াবহ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসসহ আরও অনেকে। সাকিব আল হাসান দেশের বাইরে। খবর পেয়ে তিনিও শোক প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’
সাকিব আরও লিখেছেন, ‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’
এআর







































