• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুয়ারেজের জোড়া গোল, মেসিকে ছাড়াই জিতল মায়ামি


ক্রীড়া ডেস্ক: আগস্ট ২১, ২০২৫, ০১:০১ পিএম
সুয়ারেজের জোড়া গোল, মেসিকে ছাড়াই জিতল মায়ামি

ঢাকা : আজেন্টাইন তারকা মেসিকে ছাড়াই লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসের বিপক্ষে জিতেছে ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের জোড়া গোলে ভর করে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন লাল কার্ড দেখেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।

ম্যাচের ২৩ মিনিটে লিড নেয় মায়ামি। তিগ্রেস ডিফেন্ডার হাভিয়ের আকুইনো নিজেদের বক্সে হ্যান্ডবল করায় ২৩ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। ডান পোস্ট ঘেঁষা শটে গোল করেন সুয়ারেজ। 

প্রথমার্ধে যোগ করা সময় শেষ হওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ায় অফিশিয়ালদের মঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার শাস্তি পেয়েছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ ও মায়ামির এই কোচ। লাল কার্ড দেখে দলের ডাগআউটের ওপরে ভিআইপি সিটে চলে যান মাচেরানো।

খেলার ৬৭ মিনিটে ম্যাচে মেসির আর্জেন্টাইন সতীর্থ আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। ৮৯ মিনিটে আরও একবার স্পটকিকে সেই সমতা ভেঙে মায়ামির জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ওরল্যান্ডো সিটি ও তালুকার যেকোনো একটি দলের সঙ্গে তারা সেমিতে লড়বে।

পিএস

Wordbridge School
Link copied!