• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০২৫, ০৮:৩১ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। 

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বিসিবির পরিচালক পদে ভোটগ্রহণ। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটেই সভাপতি নির্বাচিত হন বুলবুল।

এর আগে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। সোমবার দুপুরে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়েছেন আরও দুইজন পরিচালক।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব): ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত দেবব্রত পালকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

নির্বাচন শেষে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করা এবং ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে টেকসই করাই আমাদের প্রথম অগ্রাধিকার।’

এসএইচ
 

Wordbridge School
Link copied!