• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য রেকর্ড স্মৃতি মান্ধানার


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১২, ২০২৫, ০৮:১৫ পিএম
বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য রেকর্ড স্মৃতি মান্ধানার

ফাইল ছবি

ভারতীয় নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ৮০ রানের ইনিংস খেলে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করা প্রথম নারী ক্রিকেটার হলেন তিনি। শুধু তাই নয়, এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকেও।

রোববার (১২ অক্টোবর) উইমেনস বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৬ বলের ইনিংসে ৩ ছক্কা ও ৯ চার মেরে ৮০ রান করেন মান্ধানা। তার ব্যাটে ভর করে ভারত তোলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ, আর মান্ধানা তুলে নেন একের পর এক মাইলফলক।

চলতি বছর এখন পর্যন্ত ১৮ ওয়ানডে খেলেছেন ভারতের বাঁহাতি ওপেনার। রান করেছেন ১ হাজার ৬২। নারীদের ওয়ানডেতে এক বছরে এত রান এর আগে আর কেউ করতে পারেননি।

এই তালিকায় মান্ধানার পরেই আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক। ১৯৯৭ সালে ১৬ ম্যাচে ৯৭০ রান করেছিলেন তিনি। দীর্ঘ ২৭ বছর পর সেই রেকর্ড ভাঙলেন মান্ধানা।

তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ২০২২ সালে তিনি করেছিলেন ৮৮২ রান।

পুরুষদের ক্রিকেটেও এক বছরে হাজার রান করতে পারেননি বিরাট কোহলি। ফলে নারী ও পুরুষ—দুই বিভাগ মিলিয়ে এই অনন্য কীর্তিতে মান্ধানা এখন একা।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই অর্জন শুধু রেকর্ড নয়, ভারতের নারী ক্রিকেটের আত্মবিশ্বাসের প্রতীকও।

এসএইচ
 

Wordbridge School
Link copied!