• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রনকির পথে হাঁটলেন প্যাটেল


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৭, ০৬:৩৮ পিএম
রনকির পথে হাঁটলেন প্যাটেল

ঢাকা: নিউজিল্যান্ড ক্রিকেট অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছে। একই দিনে ক্রিকেটকে বিদায় বলেছেন দু’জন ক্রিকেটার। বুধবার অবসরের ঘোষণা দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনকি। তাঁকে অনুসরণ করেছেন জিতান প্যাটেল। তিনি জানিয়েছেন, এরই মধ্যে তিনি নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন!

২০০৫ সালের ৩১ আগস্ট, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক অফ স্পিনার জিতান প্যাটেলের। তার প্রায় দুই মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল ২০০৬ সালের ২৭ এপ্রিল। সেই থেকে নিউজিল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন প্যাটেল। ২৪ টেস্টে নিয়েছেন ৬৫ উইকেট আর ৪৩ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৪৯টি।

প্যাটেল নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছেন গত ২৪ মে, আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে, বাংলাদেশের বিপক্ষে ডাবলিনে। ৩৭ বছর বয়সী স্পিনার ছিলেন নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। কিন্তু সুযোগ মেলেনি তাঁর।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!