• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি এই শিশু পেল আইসিসির সপ্তাহের সেরা পুরস্কার (ভিডিও)


ক্রীড়া ডেস্ক জুলাই ২৬, ২০১৮, ০৭:৪১ পিএম
বাংলাদেশি এই শিশু পেল আইসিসির সপ্তাহের সেরা পুরস্কার (ভিডিও)

ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: ২ বছরের শিশু পেল সেরা ভক্তের শিরোপা। আইসিসি প্রতি সপ্তাহে সেরা ক্রিকেট ভক্তকে পুরষ্কৃত করে। এবার সেই পুরষ্কার পেয়েছে বাংলাদেশের ২ বছরের আলি। বৃহস্পতিবার (২৬ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে আলির অনুশীলনের ভিডিও পোস্ট করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

যে ভিডিওয় দেখা যাচ্ছে ২ বছরের আলি তার বাবার সঙ্গে ব্যাটিং অনুশীলন করছে। একদম পেশাদার ক্রিকেটারদের মতো কভার ড্রাইভ মারছে আলি। ভিডিওয় দেখা যাচ্ছে বাবার নির্দেশমতো শট খেলছে আলি।

আইসিসি তাদের পোস্টে লিখেছে, ‘‌মাত্র ২ বছর বয়স। এই বয়সেই অফসাইডে দারুণ শক্তিশালী আলি। ব্যাটিং ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে শিশুটি। তুমিই এই সপ্তাহের সেরা ভক্ত।  বাবার সঙ্গে বেশি বেশি করে খেল। একদিন বাংলাদেশের হয়ে তুমি ভালো করতে পারবে।’‌

ছোট্ট শিশুর ক্রিকেট প্রেমের গল্প অবশ্য নতুন নয়। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রাম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল, একটি শিশু একদম ওয়াসিম আকরামের মতো অ্যাকশনে বোলিং করছে। ভিডিওটি পোস্ট করার পর আক্রাম বলেছিলেন, ‘‌এই শিশুটি থাকে কোথায়?‌ আমাদের দেশে তো প্রতিভার অভাব নেই। শুধু খুঁজে নিতে হবে। এই শিশুটিই হয়ত একদিন পাক ক্রিকেটের ভবিষ্যৎ হবে।’‌

ভিডিও দেখুন:

বাংলাদেশের আলির মধ্যেও সেরকম প্রতিভা দেখা যাচ্ছে। আইসিসির সপ্তাহের সেরা ভক্তের পুরষ্কার পাওয়ার তো আলির জনপ্রিয়তা বেড়ে গেছে। জাতীয় দলে সুযোগ পাবে কিনা তা ভবিষ্যতই বলবে। ‌‌

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!