• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাসকিন-শফিউলকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৯, ০৮:২০ পিএম
তাসকিন-শফিউলকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা

ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রংপুর রাইডার্সের শফিউল ইসলাম ও সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ। উইকেট প্রাপ্তির দিক থেকে এখনো অবধি ১৪ উইকেট পেয়েছেন তাসকিন। তার ঠিক পরেই আছেন শফিউল ১৩ উইকেট নিয়ে। দুজনের পারফরম্যান্সের দিকে নজর আছে নির্বাচকদের। বুধবারই নিউজিল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে।

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ দল যাবে দুই ভাগে। প্রথম ভাগে যাবে তারাই যাদের বিপিএল আগেই শেষ হয়ে যাবে। পরের দলটি যাবে বিপিএল শেষ করে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, বুধবার বিকেলে নিউজিল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে।

এই দলে নতুন কেউ আসছে কিনা সে ব্যাপারে কিছু বলেননি প্রধান নির্বাচক। তবে তাসকিন-শফিউলকে নিয়ে যে দ্বিধায় আছেন সেটি স্বীকার করেছেন তিনি,‘ দুজনের কাউকে এখনো নিশ্চিত করিনি। আজ চূড়ান্ত করব। ফাস্ট বোলার ৫ জন যাবে। আগে থেকেই ৪ জন নিয়ে রাখা আছে। বিপিএল থেকে একজন আসবে। তাসকিন-শফিউল থেকে একজন আসবে। আজ চূড়ান্ত করে ফেলব। ১৫ জনের দল হবে।’

রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কথা বলেছেন তাসকিন-শফিউলকে নিয়ে। তাঁর কথায় বোঝার উপায় নেই কে আসছেন দলে, ‘তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে। সব মিলিয়ে যদি দেখেন তাহলে খুব বেশি পরিবর্তন আসার কথা না। কিছু জায়গা বাকি আছে, এরা যদি ভালো করে সুযোগ থাকবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!