• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপে দ্রুততম গোলের রেকর্ড সানজিদার


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৬, ২০১৯, ০৬:২৩ পিএম
বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপে দ্রুততম গোলের রেকর্ড সানজিদার

ফাইল ছবি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আয়োজিত ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে’ দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সানজিদা আক্তার।

শুক্রবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে শুরু হওয়া ম্যাচের ৪০ সেকেন্ডেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সানজিদা। বক্সের মাঝখান থেকে কৃঞ্চা রাণীর শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন কিরগিজস্তানের গোলরক্ষক, সেই সুযোগ কাজে লাগিয়ে জালে জড়িয়ে দেন সানজিদা (১-০)।  

গত সোমবার বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অথচ আগের তিনবারের সাক্ষাতে অনেক বড় ব্যবধানে জিতেছে মেয়েরা। ২০১৪ সালে প্রথম দেখায় ৬-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ২০১৬ সালে লাল সবুজ জার্সিধারীরা জয় পেয়েছিল ৪-০ গোলে। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে বাংলাদেশ জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।

যদিও বুধবার কিরগিজস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের। সেই সুযোগে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়েছে স্বাগতিক দলের। তাই বি গ্রুপের শেষ ম্যাচের আগে অনেকটাই নির্ভার কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

মৌসুমি-মারিয়াদের মতো কিরগিজস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে নির্ভার হয়ে তারা। উভয় দলের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। অবশ্য আগের বারের সাক্ষাতে কিরগিজদের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কিরগিজস্তান ১০-গ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

সোনালীনউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!