• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বন্ধুর সঙ্গে বাজি ধরে ৪১ ডিম খেয়ে মৃত্যু


নিউজ ডেস্ক নভেম্বর ৬, ২০১৯, ০১:০৭ পিএম
বন্ধুর সঙ্গে বাজি ধরে ৪১ ডিম খেয়ে মৃত্যু

ঢাকা : বন্ধুর সঙ্গে বাজি ধরে একের পর এক ডিম খেতে খেতে মৃত্যুবরণ করেছেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি।

উত্তরপ্রদেশের জাউনপুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে সোমবার জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তিকে ৪২ বছর বয়সী সুভাষ যাদব বলে শনাক্ত করা হয়েছে।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, যাদব ও তার বন্ধু ডিম খেতে জাউনপুরের বিবিগঞ্জ বাজার এলাকায় যান, কিন্তু দুজনের মধ্যে কে কয়টি ডিম খেতে পারবে তা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে যে ৫০টি ডিম খেতে পারবে তাকে অপরজন দুই হাজার রুপি দেবে এই মর্মে বাজি হয়। চ্যালেঞ্জ গ্রহণ করে যাদব ডিম খেতে শুরু করেন। একটানা ৪১টি ডিম খাওয়ার পর ৪২তম ডিমটি খাওয়া শুরু করতেই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান।

স্থানীয় লোকজন তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে পাঠানো হয়। এখানে আনার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

অতিরিক্ত খাওয়ার কারণে যাদবের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, আর তার পরিবারের সদস্যরা ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!