• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুকুরের দুধ পানে বেড়ে উঠছে বিড়ালছানা


বাউফল প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০২১, ০১:১৭ পিএম
কুকুরের দুধ পানে বেড়ে উঠছে বিড়ালছানা

বাউফল : কুকুর-বিড়াল শত্রুতার কথা সবারই জানা। তবুও প্রাকৃতির নিয়মে এক বিড়ালছানাকে মাতৃস্নেহ আর দুগ্ধ দিয়ে বড় করে তুলছে পোষা এক কুকুর। এমন চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার।

পোষা কুকুরটির মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক লাগোয়া চায়ের দোকানি আশরাফ হোসেন জানান, চার চারটি বাচ্চা প্রসব করলেও কয়েক দিনের মাথায় মারা যায় বাচ্চাগুলো। একা হয়ে পড়ে মা কুকুরটি।

তবে বাচ্চাগুলো মারা যাওয়ার কয়েক দিন পরেই অজ্ঞাত ছোট্ট এক বিড়ালছানা এসে মিলতে থাকে কুকুরটির সঙ্গে।

কুকুরটিও রীতিমতো বিড়ালছানাটিকে দুধ করায় মায়ের মমতায়। কুকুরের দুধ পানেই বড় হয়ে উঠেছে বিড়ারছানাটিও। ঘুরছে এদিক-সেদিক বিড়ালছানাটিকে নিয়ে কুকুরটি। বেড়ে উঠছে দিনদিন ছানাটি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!