• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড়ের আভাস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ০৮:৫৭ এএম
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড়ের আভাস

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের আরও পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের অনেক স্থানে, এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।

তবে, বৃষ্টির পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নদীবন্দর, উপকূলীয় অঞ্চল ও ক্ষুদ্র নৌযান চালকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু স্থানে অবস্থান না করারও অনুরোধ জানানো হয়েছে।

এম

Wordbridge School
Link copied!