• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শীত শুরু, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক


জেলা প্রতিনিধি নভেম্বর ১১, ২০২৫, ০৮:৫৭ এএম
শীত শুরু, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক

উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা। ভোরের বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া, আর সকালের কুয়াশায় সাদা চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। তবে দিনের বেলায় সূর্যের তেজে এখনও ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে তাপমাত্রা, ফলে একদিকে ঠান্ডা আবার অন্যদিকে গরমের মিশ্র অনুভূতিতে কাটছে জেলার মানুষের দিন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি। অর্থাৎ একদিনেই কমেছে প্রায় দুই ডিগ্রি।

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে মাঠ-ঘাট, শহরের রাস্তাঘাট, এমনকি গ্রামীণ জনপদও। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা প্রতিদিনই কিছুটা করে কমছে। নভেম্বরের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এম

Wordbridge School
Link copied!