• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জানুয়ারিজুড়ে কনকনে শীতের আভাস, আসছে ৫টি শৈত্যপ্রবাহ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৩৫ এএম
জানুয়ারিজুড়ে কনকনে শীতের আভাস, আসছে ৫টি শৈত্যপ্রবাহ

জানুয়ারি মাসজুড়ে দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একই সময়ে সারাদেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, সম্ভাব্য পাঁচটি শৈত্যপ্রবাহের মধ্যে ২ থেকে ৩টি হবে মৃদু থেকে মাঝারি প্রকৃতির, যেখানে তাপমাত্রা থাকতে পারে ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অপরদিকে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, যার সময় তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

আবহাওয়া অফিস জানায়, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। মাসজুড়ে দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

শৈত্যপ্রবাহের আশঙ্কার কারণে সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি সতর্ক করে বলেছে, জানুয়ারি মাসটি চলতি শীত মৌসুমের অন্যতম শীতল সময় হতে পারে।

এদিকে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। পাশাপাশি কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রথম দিন (২ জানুয়ারি):
সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩ জানুয়ারি):
সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশার প্রভাবে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

রোববার (৪ জানুয়ারি):
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ও মঙ্গলবার (৬ জানুয়ারি):
এই দুই দিনেও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। পঞ্চম দিনে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।

এম

Wordbridge School
Link copied!