• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে হায়দরাবাদের একাদশে সাকিব


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৩, ২০১৯, ০৮:৫৭ পিএম
অবশেষে হায়দরাবাদের একাদশে সাকিব

ছবি সংগৃহীত

ঢাকা: টানা আট ম্যাচ বসে থাকার পর একাদশে সুযোগ পেলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচ খেলার পর সেই যে বাইরে চলে গেলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার আর দেখা নেই! অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজম্যান্ট সাকিবকে একাদশে ফেরাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। দলের দশম ম্যাচে এসে নিজের দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পেলেন তিনি।

হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন হঠাৎ করে পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে যাওয়ায় এই ম্যাচে সাকিব খেলার সুযোগটা পেলেন। চেন্নাইয়ের বিপক্ষে সানরাইজার্সের বাকি বিদেশিরা হলেন- ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ও রশিদ খান।

চলতি আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট। আর এই ম্যাচের আগে পয়েন্ট তালিকায় সানরাইজার্স হায়দরাবাদ চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে তাদের পয়েন্ট ১০। মঙ্গলবার নিজ শহরের এই মাঠের ম্যাচে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে বোলিং বেছে নিয়েছেন।  এ প্রতিবেদন লেখার সময় হায়দরাবাদ ২৩ রান তুলতেই ওপেনার জনি বেয়ারস্টোকে হারিয়ে ফেলেছে।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!