• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৯, ০৯:৫৭ এএম
আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মো. মুক্তার হোসেন নামে সে ব্যক্তি শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় এক বাসায় টিভি বিস্ফোরণে মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। চিকিৎসকরা জানিয়েছেন, মুক্তারের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মুক্তারের স্ত্রী সালমার ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তার হোসেনের বাড়ি সিরাজগঞ্জ বেলকুচি এলাকায়।

স্থানীয়রা জানান, পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকায় একটি বাসার নিচ তলায় ভাড়া থাকেন তারা। বিকালে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ টিভি বিস্ফোরণে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দুজনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন এ সময় বাসার বাইরে ছিল।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!